(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামুল্যে প্রদত্ত):
গর্ভবতী সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, এম আর সেবা, নবজাতকের সবা, ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা,
প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা, ই পি আই সেবা, ভিটামিন এ ক্যাপসুল বিতরণ।
(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামুল্যে প্রদত্ত):
পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান, খাবারবড়ি, জন্মনিরোধক ইনজেকশন, আইইউডি/কপারটি, ইমপ্লান্ট
(নির্দিষ্ট কেন্দ্রে), ভ্যাসেকটমি/এনএসভি (নির্দিষ্ট কেন্দ্রে), টিউবেকটমি (নির্দিষ্ট কেন্দ্রে), ই সি পি, পরিবার পরিকল্পনা
পদ্ধতি গ্রহণ/ব্যবহারজনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা।
(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষ্যে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা:
কনডম-১(এক) ডজন = ১(এক) টাকা ২০(বিশ) পয়সা
(ঘ) বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) (বিনামুল্যে প্রদত্ত)
(ঙ) পুষ্টি সেবা (বিনামুল্যে প্রদত্ত)
(চ) সাধারণ রোগীর সেবা (বিনামুল্যে প্রদত্ত)
(ছ) স্বাস্থ্য শিক্ষামূলক সেবা (বিনামুল্যে প্রদত্ত)
(জ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতরর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার)
(ঝ) দীর্ঘমেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতাকে সরকারীভাবে নিম্নেবর্ণিত সুবিধাদি দেওয়া হয় :
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস